Advertisement

গতমাসে Xiaomi Pad 5 Pro 12.4 নামের একটি নয়া ট্যাবলেট লঞ্চ করেছিল Xiaomi। তখন এটি ৬ জিবি, ৮ জিবি ও ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টে এসেছিল। এখন আবার Xiaomi এই ট্যাবের নতুন একটি ৮ জিবি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে, যার সাথে পাওয়া যাবে ১২৮ জিবি স্টোরেজ। যদিও এছাড়া Xiaomi Pad 5 Pro 12.4 এর ফিচারে কোনো পরিবর্তন আনা হয়নি। আসুন এর দাম ও স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

Xiaomi Pad 5 Pro 12.4 এর নয়া 8GB RAM ভ্যারিয়েন্টের দাম

শাওমি প্যাড ৫ প্রো ১২.৪ এর আগে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল। এরমধ্যে ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল যথাক্রমে ২৭৯৯ ইউয়ান (প্রায় ৩২,০০০ টাকা), ৩২৯৯ ইউয়ান (প্রায় ৩৮,০০০ টাকা) ও ৩৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,২০০ টাকা)।

Advertisement

এদের সাথে এখন ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যুক্ত হয়েছে। যদিও এর দাম সংস্থাটি জানায়নি। তবে আমাদের অনুমান, এই ভ্যারিয়েন্টের মূল্য রাখা হতে পারে ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৪,০০০ টাকা)।

Xiaomi Pad 5 Pro 12.4 এর ফিচার ও স্পেসিফিকেশন

শাওমি প্যাড ৫ প্রো ১২.৪ ট্যাবের সামনে দেখা যাবে এলসিডি প্যানেল, যা ২.৫কে (2.5K) রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। পারফরম্যান্সের জন্য এতে ব‌্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে বড় ১০,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি ৬৮ মিনিটে ফুল চার্জ হবে।

Advertisement

ফটোগ্রাফির জন্য Xiaomi Pad 5 Pro 12.4 ট্যাবের পিছনে তিনটি ক্যামেরা দেওয়া হয়েছে। এগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও দুটি ২ মেগাপিক্সেল ডেপ্থ অফ ফিল্ড লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের এতে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। Xiaomi Pad 5 Pro 12.4-এ দুটি মাইক্রোফোন সহ কোয়াড স্পিকার সিস্টেম উপলব্ধ। এটি এমআইইউআই ১৩ কাস্টম স্কিনে রান করবে।

Advertisement
Author

I’m an expert in designing websites, fixing PHP functions or major bugs/errors, adding extra features on your website, managing your server (centos only) manage your panel.

Write A Comment