Tag

Honor Pad X8 Lite: বড় ডিসপ্লে ও 5100mAh ব্যাটারি সহ লঞ্চ হল নয়া ট্যাবলেট

Browsing

জার্মানির বার্লিনে আয়োজিত আইএফএ ২০২২ (IFA 2022) ইভেন্টের মঞ্চে আজ (২ সেপ্টেম্বর) ইলেকট্রনিক্স ব্র্যান্ড অনর (Honor) বেশ কিছু নতুন ডিভাইস লঞ্চ করেছে, যেমন Honor 70 5G, Honor X8 5G, Honor Choice Earbuds X এবং Honor Pad 8 ট্যাবলেট। এগুলির পাশাপাশি সংস্থা Honor Pad X8 Lite নামে আরেকটি ট্যাবলেটও উন্মোচন করেছে। এই ট্যাবলেটটি এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G80 প্রসেসরের সাথে এসেছে। এছাড়াও, এতে রয়েছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, সর্বাধিক ৪ জিবি র‍্যাম এবং ৫,১০০ এমএএইচ ব্যাটারি।…