Advertisement

সম্প্রতি (আগস্টের শেষে) আয়োজিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) ৪৫তম বার্ষিক সাধারণ সভায় (AGM) সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি যে দীপাবলির মধ্যেই দেশে Jio (জিও)-র 5G (৫জি) পরিষেবা চালুর বিষয়টি নিশ্চিত করেছেন – সে কথা ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছেন।

তবে শুধু দীর্ঘ প্রতীক্ষিত হাইস্পিড নেটওয়ার্ক নয়, এর সাথে AGM-এ JioAirFiber (জিওএয়ারফাইবার) এবং Cloud PC (ক্লাউড পিসি) লঞ্চেরও ঘোষণা দিয়েছে সংস্থাটি। এছাড়াও এই ইভেন্টের যে গুরুত্বপূর্ণ চমক দিয়েছে কোম্পানি, তা হল – Reliance-এর তরফে জানানো হয়েছে আগামীদিনে ভারতে লঞ্চ হতে পারে বহু চর্চিত JioBook Laptop (জিওবুক ল্যাপটপ)। সেক্ষেত্রে প্রযুক্তিপ্রেমীদের কাছে এটি যে নিঃসন্দেহে একটি দারুণ সুখবর, সেকথা বলাই বাহুল্য।

আসলে, এর আগেও বহুবার জিওবুক ল্যাপটপ লঞ্চের খবর মিলেছে, কিন্তু তারপরে সেটির বাস্তবে আগমনের কোনো সম্ভাবনা পরিলক্ষিত হয়নি। তবে সম্প্রতি আয়োজিত ইভেন্টটিতে খোদ মালিকের মুখ থেকে এই প্রতিশ্রুতি মেলায় সত্যি সত্যিই এবার মার্কেটে এটির আগমন ঘটতে চলেছে বলে আশা করা যেতে পারে।

Advertisement

যদিও আসন্ন এই ডিভাইসটির সম্পর্কে বিশদে কোনো তথ্য সংস্থার তরফে জানা যায়নি, তবে ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট এবং ওয়েবসাইটে এটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কিত নানা তথ্য প্রকাশিত হয়েছে। তাহলে চলুন, জিওর এই ল্যাপটপটির সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে গুটিকয়েক কথা জেনে নেওয়া যাক।

জিওবুক ল্যাপটপের সম্ভাব্য স্পেসিফিকেশন (JioBook laptop expected specifications)

সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, এই ল্যাপটপটি ১৩৬৬×৭৬৮ পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লেসহ আসবে। কোয়ালকম চিপসেট দ্বারা চালিত জিওবুক ল্যাপটপে ২ জিবি এলপিডিডিআর৪এক্স (LPDDR4x) র‌্যাম এবং ৩২ জিবি ইএমএমসি (eMMc) স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

এছাড়া, এই ল্যাপটপের আরও একটি মডেল লঞ্চ হতে পারে যাতে ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ৬৪ জিবি ইএমএমসি ৫.১ স্টোরেজ থাকবে। প্রতিবেদন অনুযায়ী, জিওবুক অ্যান্ড্রয়েড (Android) অপারেটিং সিস্টেমের একটি ফোর্কড ভার্সন বহন করবে।

যদিও অনেকে দাবি করছেন যে, আসন্ন এই ল্যাপটপটি মাইক্রোসফট (Microsoft)-এর উইন্ডোজ ১০ (Windows 10) অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে। এক্ষেত্রে কানেক্টিভিটির কথা বললে, আলোচ্য জিওবুক ল্যাপটপটিতে এইচডিএমআই কানেক্টর, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাইয়ের সাথে ২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি এবং ব্লুটুথ অপশন দেখা যেতে পারে।

জিওবুক ল্যাপটপের সম্ভাব্য দাম (JioBook laptop expected price)

Advertisement

দামের কথা বললে, যদিও এখনও পর্যন্ত আসন্ন এই ডিভাইসটির দাম সম্পর্কে Jio মুখ খোলেনি, তবে প্রযুক্তিবিদরা অনুমান করছেন যে ৩০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্যে JioBook ল্যাপটপের দাম রাখা হতে পারে। তবে বাস্তবিকভাবে কবে এই ল্যাপটপটি মার্কেটে পা রাখবে, এখন সেটাই দেখার…

Advertisement
Author

I’m an expert in designing websites, fixing PHP functions or major bugs/errors, adding extra features on your website, managing your server (centos only) manage your panel.

Write A Comment