এবার হ্যাকারদের নিশানায় বিদ্ধ NASA -র ১০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের, ‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ’ (JWST)। আজ্ঞে হ্যাঁ, সদ্য একদল থ্রেট অ্যানালিস্ট এর দ্বারা গৃহীত ছবিতে ম্যালওয়্যারের অস্তিত্ব চিহ্নিত করেছেন। এই খবর যথেষ্ট উদ্বেগের, কারণ ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ NASA -র উক্ত টেলিস্কোপ দ্বারা গৃহীত ছবি নিজের নিজের ডিভাইসে ডাউনলোড করেছেন। স্বভাবতই এই সুযোগের সদ্ব্যবহার করে হ্যাকারেরা যে নেটাগরিকদের বিপদে ফেলতে চাইবে, সেই কথা নিশ্চয়ই আলাদা করে বলে বোঝানো জরুরি নয়। হ্যাকারদের নিশানাবিদ্ধ NASA -র…
তবে হ্যাঁ!‘ট্যাং ইউ’ সবাইকে অবাক করেছে এবং বিশ্বে এই প্রথম এমন কাণ্ড ঘটলো। কোম্পানির সিইও হয়েছে ‘ট্যাং ইউ’ এবং পুরো প্রতিষ্ঠানেই তার আর্দেশে চলে কর্মকর্তারা। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘ট্যাং ইউ’হচ্ছে হিউম্যানয়েড নামক একটি রোবট। আর তাকেই বসানো হলো কোম্পানির সিইও পদে। শুনতে অবাক লাগলেও এই কাজটি করেছে মোবাইল গেম প্রস্তুতকারী চীনা কোম্পানি নেটড্রাগন ওয়েবসফট। হিন্দুস্তান টাইমস কোম্পানিটির বরাত দিয়ে জানায়, প্রতিষ্ঠানের দৈনন্দিন কর্মকাণ্ডে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়তা করবে এই রোবট। এভাবে ঝুঁকি-ব্যবস্থাপনা সিস্টেমকে আরও…