Advertisement

বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে অন্যতম জনপ্রিয় একটি নাম হল Instagram (ইনস্টাগ্রাম)। মূলত নেটমাধ্যমে ফটো বা ভিডিও শেয়ারিংয়ের জন্যই Meta (মেটা) মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি ব্যবহৃত হয়।

বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এই অ্যাপটি বহুল জনপ্রিয় হলেও, বলতে গেলে এখন সর্বস্তরের মানুষই এই প্ল্যাটফর্মটির ইউজার হয়ে উঠছেন। এই কারণে Instagram মারফত প্রতিদিনই প্রচুর সংখ্যক ছবি এবং ভিডিও শেয়ার হচ্ছে। তদুপরি, বহু মানুষই এখন আকর্ষণীয় Reels (রিলস) তৈরি করে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি বিখ্যাত হয়ে উঠছেন।

তবে দিনকাল যেমন গিয়ে ঠেকছে তাতে ইউজারদের কিন্তু বিশেষ সতর্ক থাকা একান্ত আবশ্যক! কেননা, প্ল্যাটফর্মের এই বহুল জনপ্রিয়তার দরুন দুর্বৃত্তরা যেকোনো সময় ব্যবহারকারীদের Instagram Account (ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট)-এর অপব্যবহার করতে পারে।

Advertisement

এমত পরিস্থিতিতে নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে যে, তাহলে কীভাবে এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যাবে? সেক্ষেত্রে বলি, এই সমস্যা এড়িয়ে চলার একমাত্র উপায় হল, যত তাড়াতাড়ি সম্ভব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ভেরিফাই করা। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইনস্টাগ্রাম ভেরিফিকেশন (Instagram Verification) প্রক্রিয়াটি খুবই সহজ।

তবে এর জন্য কেবল একটাই শর্ত প্রযোজ্য, আর সেটি হল – ইউজারদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে অবশ্যই পাবলিক হতে হবে। যাইহোক চলুন, কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ভেরিফাই করতে হবে, তার সম্পূর্ণ প্রক্রিয়াটি এখন ধাপে ধাপে জেনে নেওয়া যাক।

কীভাবে Instagram Account ভেরিফাই করবেন?

Advertisement

১. প্রথমে ইনস্টাগ্রাম ওপেন করে উপরের ডান দিকের কোণে থাকা তিনটি লাইনযুক্ত আইকনে ক্লিক করতে হবে।

২. এরপরে আপনি ‘সেটিং’ (Setting) বিকল্পটি দেখতে পাবেন, যেটিতে ক্লিক করার পর ‘অ্যাকাউন্ট’ (Account) অপশনটি আসবে।

৩. এই ‘অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করার পর ‘রিকোয়েস্ট ভেরিফিকেশন’ (Request Verification) অপশনে ক্লিক করতে হবে।

Advertisement

৪. পরের ধাপে আপনাকে আপনার পুরো নাম এন্টার করতে হবে (ঠিক যেমনটা আপনার অফিশিয়াল ডকুমেন্টসে উল্লিখিত আছে)।

এরপর আপনি আপনার কোন ডকুমেন্টটি ব্যবহার করে অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান, সেটি সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, ট্যাক্স ফাইলিং, পাসপোর্ট, ইউটিলিটি বিলের মতো অপশনগুলি উপলব্ধ থাকবে।

৫. তারপরে আপনাকে নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এর মধ্যে নিউজ মিডিয়া, স্পোর্টস, সরকার এবং তার সাথে সম্পর্কিত কর্মকর্তা, মিউজিক, ফ্যাশন, এন্টারটেইনমেন্ট, ব্লগার, ডিজিটাল ক্রিয়েটরস, গেমার, বিজনেস, ব্র্যান্ডসহ আরও অন্যান্য অপশন মজুত থাকবে।

Advertisement

৬. এরপর সামনে আসবে অর্ডিয়েন্সের অপশন, যেখানে আপনি কী ধরনের কনটেন্ট ক্রিয়েট করেন সেটা আপনাকে বলতে হবে।

৭. উপরের ধাপগুলি সম্পন্ন হলে লিঙ্ক অপশনের দেখা মিলবে। এখানে আপনাকে তিনটি লিঙ্কের ডিটেইলস দিতে হবে। এরপর সাবমিট অপশনে ক্লিক করলেই ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

৮. ৩০ দিনের মধ্যে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ডিটেইলস আপনার কাছে পৌঁছে যাবে।

Advertisement
Advertisement
Author

I’m an expert in designing websites, fixing PHP functions or major bugs/errors, adding extra features on your website, managing your server (centos only) manage your panel.

Write A Comment