অনলাইন ডেস্কঃ বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক আয়ের উপায় এনেছে অনেক আগেই। এর অন্যতম একটি উপায় হচ্ছে ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপ থেকে মাসে লাখ লাখ টাকা আয় করা যায়। তবে এবার মেটা গ্রুপ অ্যাডমিনদের অর্থ সহায়তা দেবে।

একটি কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হবে মেটা। কর্মসূচিতে প্রথম যোগ দিচ্ছে বাংলাদেশ। ফলে মেটার প্ল্যাটফর্মে থাকা বিভিন্ন গ্রুপের অ্যাডমিনরা প্রথমবারের মতো কর্মসূচিতে আবেদন করতে পারবেন।

প্রোগ্রামের নাম: এশিয়া প্যাসিফিক কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রাম

সহায়তার পরিমাণ
কর্মসূচির আওতায় সহায়তার পরিমাণ ৪০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩৮ লাখ ১৪ হাজার ৭২০ টাকা।

লক্ষ্য-উদ্দেশ্য
ফেসবুকের বিভিন্ন কমিউনিটির অ্যাডমিনদের নেতৃত্ববিষয়ক দক্ষতা বিকাশে সাহায্য করার লক্ষ্য নিয়েই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গ্রুপ অ্যাডমিনরা যেন ডিজিটাল টুল ব্যবহার করে তাদের কমিউনিটির প্রভাব বাড়াতে পারেন সেটাই তাদের লক্ষ্য।

দেশসমূহ
এশিয়া প্যাসিফিক অঞ্চলের ছয়টি দেশের কমিউনিটি লিডাররা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ফিলিপাইন।

শর্তসমূহ
আবেদনকারীদের অবশ্যই একটি ফেসবুক গ্রুপ থাকতে হবে। যেটি আবার এক বছরেরও বেশি সময় ধরে সক্রিয় আছে। এর সদস্য সংখ্যা থাকতে হবে ৫ হাজারের বেশি।

আবেদনের নিয়ম
মেটার কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রামে আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে লিঙ্কটিতে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২২

Author

I’m an expert in designing websites, fixing PHP functions or major bugs/errors, adding extra features on your website, managing your server (centos only) manage your panel.

Write A Comment