তবে হ্যাঁ!‘ট্যাং ইউ’ সবাইকে অবাক করেছে এবং বিশ্বে এই প্রথম এমন কাণ্ড ঘটলো। কোম্পানির সিইও হয়েছে ‘ট্যাং ইউ’ এবং পুরো প্রতিষ্ঠানেই তার আর্দেশে চলে কর্মকর্তারা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘ট্যাং ইউ’হচ্ছে হিউম্যানয়েড নামক একটি রোবট। আর তাকেই বসানো হলো কোম্পানির সিইও পদে। শুনতে অবাক লাগলেও এই কাজটি করেছে মোবাইল গেম প্রস্তুতকারী চীনা কোম্পানি নেটড্রাগন ওয়েবসফট।

হিন্দুস্তান টাইমস কোম্পানিটির বরাত দিয়ে জানায়, প্রতিষ্ঠানের দৈনন্দিন কর্মকাণ্ডে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়তা করবে এই রোবট। এভাবে ঝুঁকি-ব্যবস্থাপনা সিস্টেমকে আরও বেশি কার্যকরী করতে কাজ করবে ‘ট্যাং ইউ’।

পাঁচজন সিইওর মতোই কাজ করবেন ট্যাং ইউ। তিনি সংস্থার ‘সাংগঠনিক ও দক্ষতা উন্নয়নের’বিষয়ে নেতৃত্ব দেয়। অর্থাৎ এটি কোনো প্রযুক্তি সংস্থার প্রতীকী নিয়োগ ভাবার কোনো কারণ নেই।

হিন্দুস্তান টাইমস আরও জানায়, কাজটা মোটেও হেলাফেলা করার মতো নয়। যে সংস্থার শীর্ষ পদে তাকে নিয়োগ দেয়া হয়েছে, তা মোট ভ্যালুয়েশন ১০ বিলিয়ন মার্কিন ডলারের চেয়েও বেশি।

রিয়েল-টাইম ডেটা, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, বিশ্লেষণমূলক পদক্ষেপ ইত্যাদির মাধ্যমে সংস্থার দৈনন্দিন পরিচালনার অংশ হিসেবে কাজ করবেন এই হিউম্যানয়েড রোবট। অর্থাৎ, একজন মানুষ সিইও হলে যা যা করতেন, সেই সবই করে ‘ট্যাং ইউ’।

নেটড্রাগন ওয়েবসফটের প্রতিষ্ঠাতা ড. ডেজিয়ান লিউ বলেন, আমরা বিশ্বাস করি এআই হচ্ছে কর্পোরেট ব্যবস্থাপনার ভবিষ্যৎ। কোম্পানির ভবিষ্যৎ কৌশলগত প্রবৃদ্ধির কথা মাথায় রেখে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

 

Author

I’m an expert in designing websites, fixing PHP functions or major bugs/errors, adding extra features on your website, managing your server (centos only) manage your panel.

Write A Comment