Advertisement

টিকটক বাংলাদেশে চালু করেছে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য অনন্য এক ওয়ান-স্টপ সেন্টার- ক্রিয়েটর পোর্টাল বাংলা।

এই ওয়ান স্টপ সেন্টারটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য শিক্ষামূলক কনটেন্ট তৈরির জন্য এটি একটি ওয়ান-স্টপ শপ হিসেবে কাজ করবে।

ক্রিয়েটর পোর্টাল বাংলার টিকটক অ্যাকাউন্ট @bdtiktokcreators নামে পাওয়া যাবে। পোর্টালটিতে সিরিজ ভিডিও হিসেবে পাওয়া যাবে নানা ধরনের গাইডলাইন, টিপস এবং ট্রিকস।

Advertisement

এগুলো একজন ক্রিয়েটরকে অ্যাপের মধ্যেই সর্বোচ্চ অভিজ্ঞতা এবং উপস্থিতি জানান দিতে সহাযতা করবে, সেই সঙ্গে তাদের ভিডিওগুলোকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়।

পোর্টালটি ক্রিয়েটরদের নানামুখী গল্প বলতে, কমিউনিটি গড়ে তুলতে এবং সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা করতে দেবে, যা ক্রিয়েটরদের আরও গভীরে গিয়ে তাদের লক্ষ্য পূরণে প্ল্যাটফর্মটিতে বৈচিত্রময় কনটেন্ট তৈরি করতে সহায়তা করবে।

সেই সঙ্গে এটি টিকটক কমিউনিটির গাইডলাইনগুলোর উপর একটি বিশদ মডিউলে অন্তর্ভুক্ত করবে, যাতে বাংলাদেশী কনটেন্ট ক্রিয়েটররা তাদের দর্শকদের জন্য কনটেন্ট তৈরির সময় সেগুলো আরও ভালভাবে বুঝতে এবং প্রয়োগ করতে পারেন।

Advertisement

এটি প্ল্যাটফর্মটিতে শুধু কনটেন্টের মানই উন্নয়নই করবে তা না, সেই সাথে একটি নিরাপদ স্পেসে টিকটক ব্যবহারকারীরা যাতে বিভিন্ন ধরনের বিনোদন এবং সৃজনশীলতার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন – তাও নিশ্চিত করবে।

ক্রিয়েটর পোর্টাল বাংলার কনটেন্ট সাপ্তাহিক ভিত্তিতে আপলোড করা হবে নিম্নলিখিত পাঁচটি ক্যাটাগরিতে, যাতে থাকবে নতুন ভিডিও:

• টিকটকে কিভাবে শুরু করতে হয়

Advertisement

• টিকটক ক্রিয়েশন এসেনশিয়াল

• টিকটক ফাউন্ডেশন ফর সাকসেস

• টিকটক কনটেন্ট স্ট্র্যাটেজি

Advertisement

• এবং কমিউনিটি গাইডলাইন ও সেফটি।

এসব ক্যাটাগরির বেশিরভাগই সাধারণ সব জিজ্ঞাসার উত্তর দেয় এবং টিকটকে একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কীভাবে উন্নতি করা যায় তার ইনসাইটগুলো জানান দেয়। সেই সঙ্গে টিকটকে কমিউনিটি তৈরির ক্ষেত্রে সব গাইডলাইন দেবে এবং প্ল্যাটফর্মে দেয়া সময়ের সবচেয়ে বেশি সুবিধা পেতেও সহায়তা করবে।

Advertisement
Advertisement
Author

I’m an expert in designing websites, fixing PHP functions or major bugs/errors, adding extra features on your website, managing your server (centos only) manage your panel.

Write A Comment